প্রকাশিত: Fri, Jan 13, 2023 3:26 PM
আপডেট: Tue, Apr 29, 2025 7:51 AM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বিএনপি সংসদীয় গণতন্ত্রের ওপর আস্থাশীল নয়: মতিয়া

এম এম লিংকন: ধানমন্ডি ৩২ নম্বরে শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দল (এএলপিপি) তাকে জাতীয় সংসদের উপনেতা করার সিদ্ধান্ত নিয়েছে।  

জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, বিএনপি সংসদীয় গণতন্ত্রের ওপরে খুব একটা আস্থাশীল নয়। জনগনের ভোট নিয়ে, জনগণের প্রতিশ্রুতি রক্ষা না করে এভাবে পদত্যাগ করাটা কোনো সমুচিত কাজ নয়। 

সংসদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, সংসদে আরো কয়েকজন আছেন যারা আওয়ামী লীগ করেন না কিন্তু সংসদে আছেন। যারা পদত্যাগ করেছেন তাদের সংখ্যা খুব বেশি না। 

তিনি বলেন, একাত্তরের পর যে পার্লামেন্ট কন্টিনিউ করেছে সেখানে বিরোধী দলের সুরঞ্জিত সেনগুপ্ত একা হয়েও ভূমিকা রেখেছেন। যতক্ষণ উনি কথা বলতে চাইতেন বঙ্গবন্ধু কিন্তু তাকে কথা বলতে দিয়েছেন। তাহলে বিএনপির এমপিরা কি পারতেন না জনগণের বক্তব্য পৌঁছে দিতে? উনারা চলে যাওয়ার আগে কি যার যার নির্বাচনী এলাকার ম্যান্ডেট নিয়েছেন, যে আমরা পদত্যাগ করছি? 

স্মৃতিচারণ করে মতিয়া চৌধুরী বলেন,  আমরা যখন রাজনীতিতে পা রেখেছি; তখন আমাদের সমস্ত ভূবন জুড়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম স্মরণীয়, বরণীয় এবং শ্রদ্ধার জায়গা রাখে। মতিয়া চৌধুরী সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ দলের অন্যান্য নেতাকর্মী। সম্পাদনা: সালেহ্ বিপ্লব